ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ১০ ঘণ্টায় ৬ বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৯:০৮, ২৮ এপ্রিল ২০১৯

সিরাজগঞ্জে ১০ ঘণ্টায় ৬ বাল্যবিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলায় একটানা ১০ ঘণ্টায় ৬ বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দুপুরে সিরাজগঞ্জ সদরের পৌর এলাকার চক কোবদাসপাড়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া খাতুন (১৩), বিকেল ৫ টায় কালিয়া হরিপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে দশম শ্রেণীর ছাত্রী খাদিজা খাতুন (১৫), রাত আটটায় যমুনানদী বিধৌত চরাঞ্চল কাওয়াখোলা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শিউলি খাতুন (১২), রাত সাড়ে নয়টায় কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী মিষ্টি খাতুন (১১), রাত সোয়া দশটায় পৌর এলাকার মালশাপাড়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী বৃষ্টি খাতুন (১৩) এবং রাত সাড়ে এগারোটায় সয়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী রত্না খাতুনের (১৩) বাল্যবিয়ে বন্ধ করেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে নিকাহ্ রেজিস্টারের জরিমানা, বর ও কনে পক্ষের জরিমানাসহ মুচলেকা নেন। লালমনিরহাট নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, পাটগ্রামে বাল্যবিয়ে করতে এসে বিয়ের আসরেই আটক হলেন বর শাকিল (২১)। কনের বয়স ১৫ বছর হওয়ায় বর শাকিলকে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বর পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিম জানান, শুক্রবার রাতে বরযাত্রী নিয়ে শাকিল যায় একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ খেংটিবাবাড়ি এলাকার এক বাড়িতে সপ্তম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করতে। অনেকে পালিয়ে গেলেও সেখান থেকে বর শাকিলকে আটক করে। মাধবপুরে প্রতিরক্ষা কর্মকর্তার বাড়িতে চুরি নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৭ এপ্রিল ॥ মাধবপুর উপজেলার দেওগাঁও গ্রামে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী ও তার ভাই অধ্যাপক আশরাফের বাড়িতে চুরি হয়েছে। এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক মহিউদ্দিন আহম্মেদ শনিবার সকালে মাধবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, বৃহষ্পতিবার রাতে তার ঘরে এবং তার বড় ভাই সিলেট শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যলয়ের বাংলা বিভাগের প্রধান আশরাফুল করিম সারোয়ারের বাড়ির দরজা ভেঙ্গে একদল দৃর্বুত্ত ঘরে প্রবেশ করে পানির পাম্প, সিলিং ফ্যান ও কাপড়চোপড়সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
×