ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে নিহত

প্রকাশিত: ২৩:২৫, ২৬ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের মহানগর উত্তরপাড়ায় একই পরিবারের বিদ্যুৎ স্পর্শে মা ও ছেলে মারা গেছে আহত হয়েছে ৩ জন। আজ শুক্রবার ভোরে এ দূর্ঘটনাটি ঘটে। মারা গেছেন জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮) স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ জানান, শুক্রবার ভোরে নিজেদের বাড়ীর বারান্দায় ঝুলন্ত বিদ্যুতের তার পড়ে ছিলো। এসময় অসাবধনতা ছমির আলীর ছেলের স্ত্রী রুবিনা (২২) ওই তার স্পর্শ করলে সে আহত হয়। তাকে বাঁচানোর জন্য ছমির আলী (৬৫) ও তার স্ত্রীআশুরা খাতুন (৬০) , আরেক ছেলের স্ত্রী কাকুলী (২০) ও ছেলে ওমর আলী (২৮) পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দিলে তারাও বিদ্যুতায়ীত হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পাঁচজনকেই উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু, আশুরা খাতুন ও ওমর আলীকে মৃত ঘোষনা করেন। বাকি তিনজনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, আহতদের অবস্থা আশঙ্কা জনক। তবে চিকিৎসা চলছে।
×