ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২১ ব্রিটিশ-বাংলাদেশী পেলেন ফ্যাশন এ্যান্ড লাইফস্টাইল সম্মাননা

প্রকাশিত: ১৩:০০, ২৬ এপ্রিল ২০১৯

 ২১ ব্রিটিশ-বাংলাদেশী  পেলেন ফ্যাশন এ্যান্ড  লাইফস্টাইল সম্মাননা

বিডিনিউজ ॥ ফ্যাশন ও লাইফস্টাইল জগতের নানা প্রতিকূলতা পেরিয়ে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল। স্থানীয় সময় শনিবার লন্ডনের বিলাসবহুল হোটেল হিলটনে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করে সংস্থাটি। ফ্যাশন ও লাইফ স্টাইলে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের মধ্যেই এ সম্মাননা দেয় ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল। ‘দ্য ব্রিটিশ বাংলাদেশী ফ্যাশন ও লাইফস্টাইল এ্যাওয়ার্ড-২০১৯’ শিরোনামের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যারি পটার সিনেমার অভিনেত্রী আফসানা আজাদ এবং ইস্টএন্ডারস ও বেন্ড ইট লাইক বেকহাম সিনেমার অভিনেতা অমিত সানা। ২০১৯ সালে সম্মাননাপ্রাপ্তরা হলেন- ফ্যাশন ডিজাইনার অব দ্য ইয়ার (ইউকে)- রোকেয়া খানম, ফ্যাশন ডিজাইনার অব দ্য ইয়ার (আন্তর্জাতিক)- মেহরুজ মুনির, সেরা পুরুষ মডেল- শরীফ আলি, সেরা নারী মডেল এমিলিয়া খন্দকার, বছরের সেরা মেক-আপ আর্টিস্ট- কানিজ আলি, বছরের সেরা ফ্যাশন ফটোগ্রাফার- হালিমা বেগম, বছরের সেরা ফ্যাশন ব্লগার- সাবিনা হান্নান, সেরা ফ্যাশন জার্নালিস্ট- মমতাজ বেগম-হোসেইন, ফ্যাশন বুটিক অব দ্য ইয়ার- জারকান অব লন্ডন, ফ্যাশন জগতে বিশেষ অর্জনের জন্য- রাহেমুর রহমান, রেস্টোরেন্ট অব দ্য ইয়ার- এলভেট স্টেক হাউস, টিভি/ রেডিও পার্সোনালিটি অব দ্য ইয়ার- নাদিয়া আলি, মিউজিক আর্টিস্ট অব দ্য ইয়ার- নিশাত মনসুর (নিশ), সোশ্যাল মিডিয়া/ ইউটিউবার অব দ্য ইয়ার- মিসটাহ আইলা, ওয়েডিং ক্যাটারার অব দ্য ইয়ার- মারিয়া লন্ডন, ওয়েডিং সাপ্লাইয়ার অব দ্য ইয়ার- কেনজা ক্রিয়েশনস, ওয়েডিং ফটোগ্রাফার/ ভিডিওগ্রাফার অব দ্য ইয়ার- কুশি মিডিয়া, ওয়েডিং ভেনু অব দ্য ইয়ার- মেরিডিয়ান গ্র্যান্ড, বছরের সেরা মেহেদী আর্টিস্ট- এমা আর্টস, সোশ্যাল ভেনু অব দ্য ইয়ার- দ্য ব্যানক ও আজীবন সম্মাননা- বিবি রাসেল।
×