ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে কোন অবৈধ অর্থ নেই তারেকের ॥ রিজভী

প্রকাশিত: ১০:২৯, ২১ এপ্রিল ২০১৯

যুক্তরাজ্যে কোন অবৈধ অর্থ নেই তারেকের ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোন অবৈধ অর্থ নেই বলে জানিয়েছেন দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে এখন আদালত কয়টা? রিজভী বলেন, সাজানো মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেভাবে সুসংগঠিত হচ্ছে, সাংগঠনিক শক্তি বাড়ছে তাতে ক্ষমতাসীন সরকার ভীত হয়ে পড়েছে। তাই রাজনৈতিক উদ্দেশে তারেক রহমানের নামে কাল্পনিক অভিযোগ সামনে আনা হয়েছে। ছাত্র সংগঠনে বুদ্ধিবৃত্তিক চর্চার অভাব রয়েছে ॥ মেনন স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাধারণ ছাত্রদের সঙ্গে সম্পর্কহীনতাই বর্তমান ছাত্র সংগঠনগুলোর মূল সঙ্কটের কারণ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত ‘ছাত্র রাজনীতির সঙ্কট ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সংসদ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি রাশেদ খান মেনন বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান সমস্যা আবাসন সঙ্কট। কিন্তু এই বিষয়ে বাম ছাত্র সংগঠনগুলোর তেমন কোন আন্দোলন সংগ্রাম নেই। শাহজালালে বহির্গমন শাখার বেল্ট বিকল স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন শাখার একটি বেল্ট সাময়িকভাবে বিকল হওয়ায় বিমানসহ কয়েকটি ফ্লাইট বিলম্বের শিকার হয়। সময়মতো চেকইন করতে না পারায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে হৈচৈ করে। অভিযোগ পেয়ে সিভিল এভিয়েশনের প্রকৌশলীরা দ্রুত এই ত্রুটি সারানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিমানের এয়ারপোর্ট সার্ভিস মহাব্যবস্থাপক নুরুল ইসলাম জনকণ্ঠকে বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটে হঠাৎ রো-ডি কাউন্টারের বেল্ট বিকল হয়ে পড়ে। তখন চলছিল বিমানের কলকাতার ফ্লাইটের চেকইন। বেল্ট না ঘুরায় সব লাগেজ জট লাগায় সেগুলো ম্যানুয়ালি ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় রো-ডিতে। ওখানে তখন চলছিল কাতার ও স্পাইস জেটের কাজ। লাগেজ বেল্ট না ঘুরায় যাত্রীরাও কিছুটা অশান্ত হয়ে চেঁচামেচি শুরু করে। আমি তাৎক্ষণিক সিভিল এভিয়েশনকে অবহিত করার পর দ্রুত লোকজন এসে ঠিক করে।
×