ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নদী দখল ও দূষণের প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৩৬, ২০ এপ্রিল ২০১৯

নদী দখল ও দূষণের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ এপ্রিল ॥ খোয়াই এবং সুতাং নদী দখল, দূষণ রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে গ্রীণ ভয়েজ হবিগঞ্জ শাখা। জেলা বাপা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এবং আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল, পরিবেশ কর্মী সৈয়দ সাইফুল আলম শোভন। এ সময় বক্তারা বলেন, শুধু লোক দেখানো উচ্ছেদ অভিযান বা সরকারী অর্থ অপচয় করা বা লুটপাট নং বরং ওইসব নদীর উভয় তীরে দালান-কোঠা নির্মাণ করে অবৈধভাবে বসবাসরত প্রভাবশালীদের উচ্ছেদ, নাব্য ফিরিয়ে আনা ও বিশুদ্ধ পানির স্বাভাবিক গতি অক্ষুণ্ণ রাখার স্বার্থে অবিলম্বে ক্রাস প্রোগ্রাম হাতে নিতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
×