ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ কোটি টাকা আত্মসাত

ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার দুদকের হাতে গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৬, ৩ এপ্রিল ২০১৯

ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার দুদকের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৭ কোটি ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার গোলাম সৈয়দ রাসেবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকা থেকে দুদকের চার সদস্যের একটি টিম তাকে গ্রেফতার করেন। দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। দুদক জানায়, আসামি ঢাকা ব্যাংকের ফেনী শাখায় চাকরি করার সময় ৩৮ জন গ্রাহকের হিসাব থেকে ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন অঙ্কের অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবে প্রতারণার মাধ্যমে স্থানান্তর করে পরস্পর যোগসাজশে উত্তোলনপূর্বক আত্মসাত করেন। এ বিষয়ে গত ১৯ মার্চে ফেনী মডেল থানায় ব্যাংকটির ফেনী শাখার ব্যবস্থাপক মোঃ আক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যা পরবর্তীতে দুদকে আসে। মঙ্গলবার দুদকের তদন্তের স্বার্থে কর্মকর্তারা অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
×