ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আহত ক্যাম্প কমিটির চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ১১:৩১, ৩১ মার্চ ২০১৯

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আহত ক্যাম্প কমিটির চেয়ারম্যানের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পের গুলিবিদ্ধ ক্যাম্প কমিটির চেয়ারম্যান আবদুল মতলব (৬৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে মারা যান তিনি। লেদা ক্যাম্পের সহকারী ইনচার্জ মোঃ শাহজাহান এ তথ্য নিশ্চিত করে জানান, আবদুল মতলব মিয়ানমারের মংডুর উদং গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের পুত্র। তিনি মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে এসেছেন ২০০৩ সালে। এরপর থেকেই টেকনাফে লেদা ক্যাম্পে অবস্থান করছেন। মতলব হ্নীলা লেদা ক্যাম্পের ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রসঙ্গত, গত ২৪ মার্চ রবিবার লেদা রোহিঙ্গা ক্যাম্পের তিন রাস্তার মাথায় সি-২৪ ব্লকে মোহাম্মদ হোসেন নামে এক রোহিঙ্গার পানের দোকানে বসেছিলেন আবদুল মতলব। এসময় হঠাৎ একদল অস্ত্রধারী রোহিঙ্গা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাশে থাকা লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ক্যাম্প এলাকায় আইএমও পরিচালিত একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ও সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ নেয়া হয়। রোহিঙ্গারা জানায়, কিছু ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ব্যবসা করে আসছিল। আবদুল মতলব চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।
×