ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ৪৭২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:৫৮, ২৮ মার্চ ২০১৯

 নওগাঁয় ৪৭২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৪৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৪ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর নিয়ামতপুরে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উত্তরে মিঠন মিষ্টান্ন ভান্ডারের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর জরদাপাড়া গ্রামের হুমায়ন কবির ও আলেয়া বেগমের ছেলে ইউসুফ আলী (২৯) ও একই জেলা ও একই উপজেলার ছত্রাইসপুর হাসরাগড় গ্রামের মোঃ হামেদ আলী ও মনোয়রা বেগমের ছেলে মনিরুল ইসলাম (২৬) কে দুইটি তেলের কন্টেইনার ভর্তি ২৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ বিষয়ে অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে নওগাঁর পতœীতলা উপজেলার রাধানগর সীমান্তে ১৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ও দুই মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি। বিজিবি পতœীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.শামসুল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে বাংলাদেশ সীমান্ত পিলার ২৫৩ সাব পিলার ১২ এর ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রাধানগর স্থানে অভিযান চালিয়ে ১৯২ বোতল ফেন্সিডিল আটক করা হয়। আটককৃত ফেন্সিডিলগুলোর মূল্য আনুমানিক ৭৬ হাজার ৮শ’ টাকা।
×