ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিডিইউর প্রথম অর্থ কমিটির সভা

প্রকাশিত: ০৯:৩১, ২৫ মার্চ ২০১৯

 বিডিইউর প্রথম অর্থ কমিটির সভা

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) প্রথম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হলো রবিবার। সভায় নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু, বিশ্ববিদ্যালয়ের ল্যাব প্রতিষ্ঠা, ২০১৮-২০১৯ অর্থবছরের সংশোধিত চাহিদা বাজেট ও ২০১৯-২০২০ অর্থবছরের চাহিদা বাজেট পাশ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোকে ডিজিটালাইজ ও আধুনিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোহম্মপুরের নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম সভা। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব দফতরের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-প্রধান (পরিকল্পনা) মোঃ কাজী মনিরুলইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব (বাস্তবায়ন-০২) মোঃ সাইদুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অর্থ ও হিসাব দফতরের পরিচালক ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত : ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় ও সাতটি স্কুলের ২৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন (দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী।
×