ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চান ইতালি

প্রকাশিত: ২৩:৩৮, ২৪ মার্চ ২০১৯

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চান  ইতালি

অনলাইন ডেস্ক ॥ ইতালির কোম্পানিগুলো ইরানের বাজার হাতছাড়া করতে নারাজ। ইরানের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও ইউরোপের দেশ ইতালি এরকমই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি মার্কিন অনলাইন নিউজ পোর্টাল হাফিংটন পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইতালি এবং ইরানের বাণিজ্যিক কর্মকর্তারা ট্রাম্পের চাপ উপেক্ষা করে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক লেনদেন চালিয়ে যেতে আগ্রহী। ইরানের সঙ্গে বাণিজ্যি করলে শাস্তি পেতে হবে- আমেরিকার পক্ষ থেকে এরকম চাপ সত্ত্বেও ইউরোপের কোম্পানিগুলো ইরানের সঙ্গে কাজ করতে আগ্রহী। ৮ কোটি মানুষের দেশ ইরানের প্রযুক্তি ও কারিগরি উন্নয়ন ও অগ্রগতিসহ দক্ষ জনশক্তির দিকটি বিবেচনায় রেখে হাফিংটন পোস্ট লিখেছে: ২০১৯ সালে ইতালিতে নেমে আসতে পারে অর্থনৈতিক মন্দা। বিশেষ করে ইতালির অর্থনীতির ব্যাপারে এরকম পূর্বাভাসই দেওয়া হয়েছে। তাই ইতালির কর্মকর্তারা ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ না করে কী করে তা অব্যাহত রাখা যায় সে ব্যাপারে নতুন নতুন পন্থা উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতালির বৃহৎ কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিগুলো বাস্তবায়নে সমস্যায় রয়েছে। সেই সুযোগে সেখানকার ছোট ও মাঝারি কোম্পানিগুলো ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। তেহরানের সঙ্গে রোমের সাম্প্রতিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।
×