ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনীতে বাণিজ্যমন্ত্রী

কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির টার্গেট

প্রকাশিত: ১১:৩৬, ৭ মার্চ ২০১৯

কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির টার্গেট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বুধবার শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা। পলোগ্রাউন্ডের সুবিশাল পরিসরে এ মেলায় অংশ নিচ্ছে দেশী-বিদেশী সাড়ে ৪ শতাধিক প্রতিষ্ঠান। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে বিকেলে মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেন, দেশে কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম দেশের অর্থনীতির লাইফ লাইন। দেশে ব্যবসা বাণিজ্যের ১২ আনা এখানে। সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ার পর ব্লু-ইকোনমির সম্ভাবনা উজ্জ্বল উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামকে ঘিরে ব্লু-ইকোনমির কার্যক্রম শুরু করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে তিনি সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রাম চেম্বারের কার্যক্রমের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই চেম্বার শতবর্ষী সংগঠন, যার বয়স ১১৮ বছর। অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্ব অনেক উর্ধে। এই চট্টগ্রামকে তাই প্রায়োরিটি দিতেই হবে। চট্টগ্রাম চেম্বার সভাপতির বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, আইপি ইস্যু ঢাকায় নিয়ে যাওয়ার যুক্তি নেই। ব্যবসা-বাণিজ্য সহজীকরণে ব্যুরোক্রেটিক বাধা কাটাতে হবে। মহাসড়কে ওজনস্কেল বসানো প্রসঙ্গে তিনিও বলেন, সারাদেশে ২০ টন হলে চট্টগ্রামে কেন হবে ১৩ টন। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া দরকার। বক্তব্যে তিনি প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামকে ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনার কথাও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। এ খাতে আমাদের জোরেশোরে কাজ করতে হবে। তবে ইতোমধ্যেই কর্ণফুলী টানেল নির্মাণ কাজের উদ্বোধনসহ বিভিন্ন কর্মকা-ের উল্লেখ করে তিনি জানান, সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বক্তব্যে চট্টগ্রামকে ঘিরে সরকারের মহাপরিকল্পনা ও চলমান কর্মকা-ের উল্লেখ করে বলেন, বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ শেষ হলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী। অর্থনীতির স্বার্থে এবং রাজধানী ঢাকাকে বাঁচাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার সেই উদ্যোগ নেবে, যাতে করে বিভাগীয় শহরগুলো নিজ নিজ ক্ষমতা ও মহিমায় গড়ে উঠতে পারে। বিকেন্দ্রীকরণ হলে দেশে সুষম উন্নয়ন হবে। তিনি কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
×