ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নক্সা পরিবর্তন করে পূর্বাচলে ৮৪ প্লট বরাদ্দের ঘটনায় হাইকোর্টের রুল

প্রকাশিত: ১০:৫০, ৬ মার্চ ২০১৯

নক্সা পরিবর্তন করে পূর্বাচলে ৮৪ প্লট বরাদ্দের ঘটনায় হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের নির্দেশ অমান্য করে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের নক্সা পরিবর্তন করে গোপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৮৪টি প্লট বরাদ্দের ঘটনায় রুল জারি করেছে হাইকোর্ট। রুলে নক্সা পরিবর্তন করে ৮৪টি প্লট তৈরি এবং তা বরাদ্দ দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত। আগামী দুই মাসের মধ্যে রাজউকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী পুর্ণেন্দু বিকাশ দাশ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘গোপনে ৮৪ প্লট বরাদ্দ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশ অবজ্ঞা করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নক্সা (লে-আউট প্ল্যান) পরিবর্তন করে প্রায় শ’খানেক নতুন প্লট তৈরি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দেড় থেকে ১০ বিঘা আয়তনের এসব প্লট ইতোমধ্যে গোপনে বরাদ্দও করা হয়েছে।’
×