ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আট শ’ পঞ্চাশ ভারতীয় বন্দীকে মুক্তি দিচ্ছে সৌদি আরব

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

  আট শ’ পঞ্চাশ ভারতীয়  বন্দীকে মুক্তি দিচ্ছে  সৌদি আরব

সৌদি আরবের বিভিন্ন কারাগার থেকে ৮৫০ ভারতীয় বন্দীকে মুক্তি দিচ্ছে সৌদি আরব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধেই তাদের মুক্তি দেয়া হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, নয়া দিল্লীতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে এসব বন্দীকে মুক্তি দেয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, বিশ্বের অন্য যে কোন দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় নাগরিক বন্দী হয়ে আছে সৌদি আরবের কারাগারগুলোতে। ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের জেলগুলোতে ভারতীয় বন্দীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২২৪ জনে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, ঘুষ, মাদক ও এ্যালকোহল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আছে। সৌদি আরবে বাস করা বিদেশী নাগরিকদের বেশিরভাগই ভারতীয়। এ সংখ্যা আনুমানিক ২৭ লাখ। -ওয়েবসাইট
×