ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইবির ৯ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

প্রকাশিত: ১১:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ইবির ৯ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে চূড়ান্ত পরীক্ষার কোর্স বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ভিসি কার্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ৯ শিক্ষার্থীর মধ্যে ৭ জনের চূড়ান্ত পরীক্ষার সকল কোর্স বাতিল এবং ২ জনের একটি করে কোর্স বাতিল করার সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে দাওয়াহ এ্যান্ড ইসলামী স্টাডিস বিভাগের হাসিবুল ইসলাম, সোলাইমান এবং আহসান খন্দকার, লোক প্রশাসন বিভাগের বিল্লাল হোসেন এবং তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আবু জায়েদ শেখ এবং মেহেদী হাসান। এদের চূড়ান্ত পরীক্ষার সকল কোর্স বাতিল করার সুপারিশ করেছে কমিটি। এদিকে একই কারণে আইন বিভাগের হোসনে আরা খাতুন এবং যুথী খাতুনের ১ টি করে কোর্স বাতিল করা হয়েছে। পরবর্তীতে এদের নিজ খরচে পুনরায় পরীক্ষা দিতে হবে। দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত এক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল আজিজ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ উপজেলার কাচদহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আঃ আজিজ কাচদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল আব্দুল আজিজের সঙ্গে প্রতিপক্ষের। সকালে জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষরা আজিজের ওপর হামলা করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
×