ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৮ পাউন্ডের তারা বাইম

প্রকাশিত: ১০:৫৬, ৩১ জানুয়ারি ২০১৯

১৮ পাউন্ডের তারা বাইম

বিশ্বাস করুন আর নাই করুন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক মাছ শিকারি ১৮ পাউন্ড ওজনের একটি তারা বাইম মাছ ধরেছেন। মেরিল্যান্ডের ডরচেষ্টার কাউন্টির এই শৌখিন মাছ শিকারির নাম ডেভিড কনফেয়ার। ৪৪ বছর বয়সী কনফেয়ার রবিবার এই বিশাল আকৃতির তারা বাইম মাছটি শিকার করেন। ইতোমধ্যে গিনেজ বুক কর্তৃপক্ষ এই মাছটিকে বিশ্বের সবচেয়ে বড় আকারের তারা বাইম মাছের স্বীকৃতি দিয়েছে। মাছটি পানি থেকে ডাঙ্গায় আনার পর শত শত লোক এটি দেখতে ভিড় জমায়। ম্যারিল্যান্ডের প্রাকৃতিক সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আমরা আগে কখনও এত বড় বাইম মাছের খবর শুনিনি। তবে ম্যারিল্যান্ডের সমুদ্র এলাকায় এই জাতীয় আরও মাছ থাকতে পারে বলে ধারণা তাদের। ডেভিড কনফেয়ার বলেন, মাছটি ডাঙ্গায় তোলার পর আমরা প্রথমে এটিতে ক্যাটফিস বলে ধরে নিয়েছিলাম। আমরা মাছটির পরিচয় নিয়ে নিশ্চিত ছিলাম না। পরে এটি যে বাইম মাছ তা নিশ্চিত হই। মাছটি দেখার পর বুঝতে পেরেছিলাম যে আমি ইতিহাসের অংশ হতে যাচ্ছি। মৎস্য বিজ্ঞানীরা বলছেন, পানিতে অনুকূল পরিবেশ ও উপযুক্ত খাদ্য পেলে এসব মাছ আরও বড় হতে পারে। তাই পানিতে মাছের খাদ্য সংস্থানের প্রতি জোর দিচ্ছেন মৎস্য বিজ্ঞানীরা। সিবিএস অবলম্বনে।
×