ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে দু’দিন ব্যাপি খেলা ঘরের সম্মেলন উদ্বোধন

প্রকাশিত: ২১:৩৮, ২৫ জানুয়ারি ২০১৯

ঈশ্বরদীতে দু’দিন ব্যাপি খেলা  ঘরের সম্মেলন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আগামি প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে খেলাঘর কাজ করছে বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ডক্টর মাহফুজা বেগম। আজ শুক্রবার সকালে ঈশ্বরদীর বিএসআরআই স্কুল মাঠে আয়োজিত দু’দিনব্যাপি খেলাঘর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় হাসেম আলী দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে খেলাঘরের কেন্দ্রিয় সভাপতি মন্ডলীর সদস্য ডাঃ লেলিন চৌধুরী, বিএসআরআইয়ের মহাপরিচালক ডক্টর আমজাদ হোসেন, খেলাঘরের উপদেষ্টা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, খেলাঘরের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক রুনু আলীসহ অন্যরা বক্তব্য দেন। এর আগে অধ্যাপক ডক্টর মাহফুজা বেগম ঈশ্বরদীর জিরোপয়েন্ট কেন্দ্রিীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। সম্মেলনের শুরুতে জাতীয় ও উদ্বোধনী সংগীত এবং সাংগঠনিক নৃত্য পরিবেশন করা হয়। বিকেলে খেলাঘর সংশ্লিষ্ট পিএসসি ও জিএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধণা ও রচনা প্রতিযোগিতার সেরাদের সংবর্ধণা পুরস্কার দেওয়া হয়।
×