ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জানুয়ারি ২০১৯

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী এক গরুর রাখাল নিহত হয়েছেন। তার নাম জামাল হোসেন (৪০)। তিনি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ঢাবের মাঠ গ্রামের বাসিন্দা। বাবার নাম গোলাম মোস্তফা। বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমান্ত এলাকা চর আষাড়িয়াদহের সাহেবনগর এলাকার ১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে কয়েকজন বাংলাদেশী রাখাল গরু আনতে সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জামাল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্য রাখালেরা তার মরদেহ নিয়ে পালিয়ে আসেন। ফটিকছড়ির দুই ইউপি নির্বাচন ২৮ ফেব্রুয়ারি নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৪ জানুয়ারি ॥ নির্বাচন কমিশন উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে। এ দু’টি ইউনিয়ন হচ্ছে-নানুপুর ও খিরাম। উক্ত দু’টি ইউনিয়নের নির্বাচন ২৮ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র জমা, ৩ ফেব্রুয়ারি বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোট গ্রহণ। তাছাড়া, হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭নং ও ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
×