ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরের বিদ্যুত প্লান্টে হার্ট এ্যাটাকে ফিনল্যান্ড প্রকৌশলীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৭, ২০ জানুয়ারি ২০১৯

জামালপুরের বিদ্যুত প্লান্টে হার্ট এ্যাটাকে ফিনল্যান্ড প্রকৌশলীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৯ জানুয়ারি ॥ জামালপুরে শনিবার সকালে ইউনাইডেট গ্রুপের বিদ্যুত উৎপাদন প্লান্টে কর্মরত ফিনল্যান্ডের খ্রীস্টান নাগরিক প্রকৌশলী জুহা কেলেভি লেমপিনেন (৪২) হার্ট এ্যাটাকে জামালপুর সদর হাসপাতালে মারা গেছেন। তার বাড়ি ফিনল্যান্ডের পুলতেরিকুজার ভাসা এলাকায়। ইউনাইডেট গ্রুপের ইউনাইটেড এন্টারপ্রাইজ কম্পানির বিদ্যুত বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোঃ রিয়াজুল আলম জনকণ্ঠকে জানান, তাদের বিদ্যুত প্লান্টে ফিনল্যান্ডের জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় ইউনাইটেড ট্রাস্টের ক্যাম্পাসে আবাসিক থাকতেন। প্রকৌশলী জুহা কেলেভি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড ট্রাস্টের কর্মকর্তারা তাকে সকাল ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বিপ্লব কুমার পোদ্দার ও আরএমও ডাক্তার মোঃ শফিকুজ্জামান গুরুতর অসুস্থ জুহা কেলেভির ইসিজি করাসহ প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছিলেন। একপর্যায়ে তার অবস্থা আরও অবনতি হলে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। হাসপাতালে বিদেশী নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সেখানে ভিড় জমান। হাসপাতালের চিকিৎসকরা তার হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ, ইউনাইডেট বিদ্যুত প্লান্ট কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশের উপস্থিতিতে প্রকৌশলী জুহা কেলেভির মৃত্যুর সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রে সবার স্বাক্ষর নিয়ে তার সহকর্মী দক্ষিণ আফ্রিকান নাগরিক প্রকৌশলী রাইমো সাইলাকিভির কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। সহকারী মহাব্যবস্থাপক মোঃ রিয়াজুল আলম আরও জানান, প্রকৌশলী জুহা কেলেভির মরদেহ এ্যাম্বুলেন্সে করে ঢাকায় ইউনাইডেট হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হাসপাতালের হিমায়িত ঘরে মরদেহটি রাখা হবে। কম্পানির উদ্যোগে জুহা কেলেভির মরদেহ ফিনল্যান্ডে পাঠানো হবে। জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার মোঃ শফিকুজ্জামান এ প্রসঙ্গে জনকণ্ঠকে বলেন, বিদেশী নাগরিক জুহা কেলেভিকে হাসপাতালে আনা হলে তাকে প্রায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
×