ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতেই হচ্ছে পরবর্তী আইপিএল

প্রকাশিত: ২৩:৩৯, ৯ জানুয়ারি ২০১৯

ভারতেই হচ্ছে পরবর্তী আইপিএল

অনলাইন ডেস্ক ॥ আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ বছর মার্চ-এপ্রিলে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে জন্য আইপিএলের এবারের আসর আদৌ হবে কি না, হলেও ভারত না দুবাইতে হবে টুর্নামেন্টের আয়োজন, এসব নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল বিশ্বজুড়ে। তবে সবকিছুর অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এক প্রেস রিলিজের মাধ্যমে আইপিএল শুরুর দিন-তারিখ জানিয়েছে সংবাদমাধ্যমকে। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় আইপিএলকে। তবে সাধারণ নির্বাচনজনিত কারণে এবারের দ্বাদশ আসরটি নিয়ে সংশয় ছিল। কিন্তু ভারতের কেন্দ্রীয় আর বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে বিসিসিআই ভারতের মাটিতেই টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিয়েছে। ভারতের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার পর টুর্নামেন্টের ফাইনালসহ দ্বিতীয় পর্বের ম্যাচগুলোর তারিখ ঠিক করা হবে। তবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সম্ভবত এবার হচ্ছে না আইপিএল। সে ক্ষেত্রে একটি নির্দিষ্ট শহরে একটি পর্ব ভিত্তিতে ম্যাচগুলো আয়োজন করে ফেলতে পারে বিসিসিআই ও আইপিএল গভর্নিং বডি।
×