ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের ৬টি আসনে বেসরকারিভাবে নির্বাচিত যাঁরা

প্রকাশিত: ০৭:১৯, ৩১ ডিসেম্বর ২০১৮

কিশোরগঞ্জের ৬টি আসনে বেসরকারিভাবে নির্বাচিত যাঁরা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার ছয়টি আসনের মধ্যে একটিতে মহাজোটের জাপাসহ সব ক’টিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের প্রার্থীরা। তারা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সৈয়দ আশরাফুল ইসলাম (নৌকা) ২ লক্ষ ৭৭ হাজার ৫৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজাউল করিম খান চুন্নু (ধানের শীষ) পেয়েছেন ৫০ হাজার ৪০০ ভোট। এ আসনে মোট ভোট ৪৩০১৯৩। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) নূর মোহাম্মদ (নৌকা) ২ লক্ষ ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন (ধানের শীষ) পেয়েছেন ৫১ হাজার ৩২৩ ভোট। এ আসনে মোট ভোট ৪১৭৪২০। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) মো. মুজিবুল হক চুন্নু-জাপা (লাঙ্গল) ২ লক্ষ ২৯ হাজার ৬১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. সাইফুল ইসলাম-জেএসডি (ধানের শীষ) পেয়েছেন ৩১ হাজার ৭৮৬ ভোট। এ আসনে মোট ভোট ৩৪৭২০৯। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা) ২ লক্ষ ৫৯ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৮০০ ভোট। এ আসনে মোট ভোট ৩২০২৪৬। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) মো. আফজাল হোসেন (নৌকা) ২ লক্ষ ২ হাজার ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মজিবুর রহমান ইকবাল (ধানের শীষ) পেয়েছেন ২৯ হাজার ১৫০ ভোট। এ আসনে মোট ভোট ২৭৮৭০৮। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) নাজমুল হাসান পাপন (নৌকা) ২ লক্ষ ৪৭ হাজার ৯৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরীফুল আলম (ধানের শীষ) পেয়েছেন ২৮ হাজার ৮৪ ভোট। এ আসনে মোট ভোট ৩৩২৬৫১।
×