ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ধানের শীষের প্রার্থীকে মাঠে নামতে না দেয়ার ঘোষণা বিএনপি নেতাদের

প্রকাশিত: ০৬:৫৫, ২২ ডিসেম্বর ২০১৮

 ঈশ্বরদীতে ধানের শীষের প্রার্থীকে মাঠে নামতে না দেয়ার ঘোষণা বিএনপি নেতাদের

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে পাবনা-৪ আসনের নির্বাচনী মাঠে নামতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ঈশ্বরদীর তৃণমূল বিএনপি নেতারা। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও পৌর বিএনপির কমিটি স্থগিতের প্রতিবাদে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মুক্তির দাবিতে বিএনপি উভয় শাখার যৌথ উদ্যোগে উপজেলা রোডের স্কুলে অনুষ্ঠিত সভায় বক্তারা এ ঘোষণা দেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্য বিলুপ্তকৃত উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, আতিয়ার রহমান চেয়ারম্যান। সদ্য স্থগিতকৃত পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা, আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, সুমার খান ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল। প্রধান অতিথি অভিযোগ করে বলেন, হাবিব আমাকে বলেন, তিনি নাকি বিখ্যাত আর আমি নাকি অখ্যাত হয়ে পদদলিত হয়ে থাকি। যত বিখ্যাত ব্যক্তিই হোক না কেন, আমাদের তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না। হাবিব আওয়ামী লীগের কর্মী থাকা অবস্থায় নেপথ্যে থেকে মুলাডুলিতে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে। সাহাপুরের সেন্টু সরদারসহ যারা তার বিপক্ষে ছিলেন তারা আজ কারাগারে বন্দী। বাদী হয়ে হাবিব তাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা হাবিবকে বলেছিলাম মামলা প্রত্যাহার করতে কিন্তু তিনি তা না করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ জন্য তাকে দুঃখ প্রকাশ করতে হবে। আর তা না করলে ঈশ্বরদীর মাঠে আগামীকাল থেকে তাকে প্রবেশ করতে দেয়া হবে না। বক্তারা আজ শনিবার বিকেলে হাবিবের বিরুদ্ধে প্রায় ১৫ হাজার বিএনপি নেতাকর্মী নিয়ে ঝাঁটা মিছিল বের করা ও হাবিবের কুশপুতুল দাহ করার ঘোষণা দেন।
×