ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অযত্ন-অবহেলায় বান্দরবানে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক

প্রকাশিত: ০৪:৫৮, ২২ ডিসেম্বর ২০১৮

অযত্ন-অবহেলায় বান্দরবানে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক

স্টাফ রিপোর্টার ॥ অযত্ন আর অবহেলায় পড়ে আছে বান্দরবান জেলা শহরের বাসস্ট্যান্ডে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকটি। কর্তৃপক্ষের তদারকি না থাকায় ফলকের আশপাশে গড়ে উঠেছে অটোরিক্সা স্ট্যান্ড। রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। মুক্তিযোদ্ধা স্মৃতিফলক। বান্দরবান সদর বাসস্ট্যান্ডে এটি নির্মাণ করা হয় ২০০৮ সালে। তবে সীমানা প্রাচীর না থাকায় পুরো প্রাঙ্গণটি রয়ে গেছে অরক্ষিত। ফলকটির এক প্রান্তে রয়েছে রিক্সা এবং সিএনজি স্টেশন। আর সামনের অংশে রয়েছে বিশাল গর্তে আবর্জনার স্তূপ। যেখানে প্রতিনিয়ত ফেলা হয় ময়লা-আবর্জনা। যা থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। সাড়ে ১৫ শতক জমির ওপর নির্মিত স্মৃতিফলকটির সঠিক রক্ষণাবেক্ষণে তদারকি নেই কর্তৃপক্ষের। তবে স্মৃতি ফলকটি রক্ষায় পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা পরিষদের কর্মকর্তারা। জেলা পরিষদের অর্থায়নে স্মৃতিফলকটি নির্মাণে খরচ হয়েছিল ১৫ লাখ টাকা।
×