ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা

প্রকাশিত: ০০:০২, ১৩ ডিসেম্বর ২০১৮

নওগাঁয় পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ প্রতীক বরাদ্দের পর পরই নওগাঁ জেলার ৬টি আসনে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচনী প্রচারনায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রার্থীরা। নিজেদের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরাঘরি শুরু করেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন তার নির্বাচনী এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারনা শুরু করেছেন। সদর উপজেলায় বিভিন্ন পাড়ায়-মহল্লায় তার উপস্থিতির খবর পেলেই বাঁধ ভেঙ্গে ছুটে আসছেন এলাকার স্বতস্ফুর্ত নারী-পুরুষ ভোটাররা। তারা জনের পিতা মরহুম আব্দুল জলিলের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকায় ভোট দেয়ার অঙ্গিকার করছেন। এ আসনে নৌকার মাঝি জনকে বিজয়ী করতে যেন বদ্ধপরিকর তারা। কারন জন বলেছেন, তার মরহুম পিতা আব্দুল জলিলের সাধারন মানুষের কল্যানে রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। সাধারন মানুষের সাড়াও মিলছে ব্যাপক। প্রতিদিন বিকেলে এলাকা জুড়ে নৌকায় ভোট চেয়ে মাইকে প্রচারনা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুূরে নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনে আইনজীবিদের সঙ্গে মতবিনিময় করেন নওগাঁ সদর আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন। এ্যাসোসিয়েশনের হল রুমে জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাফর সাফী মাহমুদ এতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাকী, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক পিযূস কুমার সরকার প্রমুখ।
×