ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বিশ্ব এজতেমা সংসদ নির্বাচনের পরে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ৯ ডিসেম্বর ২০১৮

টঙ্গীতে বিশ্ব এজতেমা সংসদ নির্বাচনের পরে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর, ৮ ডিসেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টঙ্গীর তবলীগ জামাতের বিশ্ব এজতেমা অবশ্যই অনুষ্ঠিত হবে। তবে তা ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে নয়। এজতেমা আবার হবে এটা আমরা বিশ্বাস করি। তবলীগ জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিবদমান দুই পক্ষের যে মতভেদ সৃষ্টি হয়েছে তা আলোচনায় বসে ভুল বোঝাবুঝি দূর করে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। শনিবার বিকেলে এজতেমা ময়দানে ১ ডিসেম্বর ঘটে যাওয়া তবলীগ জামাতের দু’পক্ষের সংঘর্ষের ঘটনার পরিস্থিতি সরেজমিন দেখতে টঙ্গীর এজতেমা ময়দান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়ের করা মামলাগুলো তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। টঙ্গীর এজতেমা মাঠে মুসল্লিরা আসেন ইবাদতের জন্য, ধর্মীয় কাজে, মাঠের উন্নয়ন কাজের জন্য, তবলীগের মেহনতের জন্য। এরা কিভাবে মারামারি করে? এর জন্য পূর্ব থেকে প্রশাসনের কেউ প্রস্তুত ছিল না। প্রশাসনের লোকজনের সামনে জোর করে একটি পক্ষ এজতেমা ময়দানে প্রবেশ করে। আমরা ভেবেছিলাম তারা এজতেমা ময়দানে প্রবেশ করে প্রস্তুতি সভা করবে। কিন্তু তারা তা না করে ভাংচুর করে এবং মাঠের ভেতরে যারা অবস্থান করছিলেন তাদের ওপর হামলা করে আহত এবং নিহতের ঘটনা ঘটায়। এটা সত্যিই একটি দুঃখজনক ঘটনা। তবলীগ জামাতের স্মরণকালে এর নজির নেই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদেশে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত থাকবে। এসময় টঙ্গীতে লাখ লাখ মুসল্লির জমায়েত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সমাবেশে ঘাটতি থাকবে। এই কারণে নির্বাচনের পরে কোন এক সময় দু’পক্ষকে নিয়ে বিশ^ এজতেমার নয়া তারিখ ঘোষণা করা হবে।
×