ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজান হামলা মামলায় ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৬:০৫, ২৭ নভেম্বর ২০১৮

হলি আর্টিজান হামলা মামলায় ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলা মামলায় ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী ৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। সোমবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০০৩) ৬(২), ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্য নেয়ার এ তারিখ দেন। আসামিরা হলেন হামলার মূল সমন্বয়ক বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গী রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, মোঃ মামুনুর রশিদ ও মোঃ শরিফুল ইসলাম। আসামিদের মধ্যে মামুনুর রশিদ ও শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। কারাগারে থাকা আসামিদের মধ্যে বড় মিজান, সাগর, র‌্যাশ ও রিগ্যান হামলার দায় স্বীকার করে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গত ৮ আগস্ট একই ট্রাইব্যুনাল পলাতক ২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গীরা হামলা চালিয়ে ১৭ বিদেশীসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গীরা। হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। যৌথ বাহিনী পরে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গীর সবাই নিহত হন।
×