ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনিয়র এএসপি পদ বিলুপ্তিতে ইসির সায়

প্রকাশিত: ০৭:৩৭, ২৪ নভেম্বর ২০১৮

 সিনিয়র এএসপি পদ বিলুপ্তিতে  ইসির সায়

স্টাফ রিপোর্টার ॥ সিনিয়র সহকারী পুলিশ সুপারের (সিনিয়র এএসপি) পদ বিলুপ্ত করে সমানসংখ্যক অতিরিক্ত পুলিশ সুপারের (এ্যাডিশনাল এসপি) পদ সৃষ্টিতে সরকারের প্রস্তাবে সায় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতি চেয়ে ১৮ ডিসেম্বর ইসিকে চিঠি পাঠানো হয়। উল্লেখ্য, আইন অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রজাতন্ত্রে বদলি/পদায়ন বা পদোন্নতিসহ যে কোন সিদ্ধান্তের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হয়। পুলিশ সদরদফতর সূত্রে জানা গেছে, পদোন্নতির পদ সুগম ও আইনী জটিলতা দূর করতে বিদ্যমান ২৫৩টি পুলিশের সিনিয়র এএসপির পদ বিলুপ্ত করে সমানসংখ্যক অতিরিক্ত পুলিশ সুপার পদ সৃষ্টি করা হচ্ছে। ইসির সম্মতির আগে এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরের সম্মতি নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমানে পুলিশের জনবল কাঠামোতে বিসিএস ক্যাডারভুক্ত প্রথম শ্রেণির তিন হাজার ৬৮টি কর্মকর্তার পদ রয়েছে। এর মধ্যে এএসপি এক হাজার ৩৬৭টি, সিনিয়র এএসপি ২৫৩টি, অতিরিক্ত এসপি ৮৯৭টি, এসপি ৩৬৫টি, এ্যাডিশনাল ডিআইজি ১০৫টি, ডিআইজি ৬৩টি, এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ১৭টি এবং ইন্সপেক্টর জেনারেল একটি পদ রয়েছে।
×