ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএস স্টিলের আইপিও লটারি ২৯ নবেম্বর

প্রকাশিত: ০৫:০০, ২৩ নভেম্বর ২০১৮

এসএস স্টিলের আইপিও লটারি ২৯ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে লেনদেন কমেছে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য এসএস স্টিলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আগামী ২৯ নবেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানির সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির লটারির ড্র রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অথবা কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিবি ভবন) অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৮ অক্টোবর থেকে ৭ নবেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এসএস স্টিল শেয়ারবাজারে ২ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ২৫ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ও পুনর্মূল্যায়নসহ নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫.৩৫ টাকা। ২০১৭ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। গড় হারে ইপিএস হয়েছে ০.৮২ টাকা।
×