ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

হবিগঞ্জের লিয়াকত ও কিশোরগঞ্জের আমিনুলের ফাঁসি

প্রকাশিত: ০৬:১০, ৬ নভেম্বর ২০১৮

হবিগঞ্জের লিয়াকত ও কিশোরগঞ্জের আমিনুলের ফাঁসি

বিকাশ দত্ত ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লাখাই থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি লিয়াকত আলী এবং কিশোরগঞ্জের আমিনুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় এই দুই রাজাকারের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা, গণহত্যার মতো সাত অভিযোগের সবই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সাজা দেয়া হয়েছে। চেয়ারম্যান বিচারপতি শাহিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ দেয়। ট্রাইব্যুনাল রায়ের পর্যবেক্ষণে বলেছে, আসামি লিয়াকত আলী তার ঘৃণ্য কর্মকা-গুলোকে লুকিয়ে রাখার জন্যে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিল। এমন কি আওয়ামী লীগের থানা সভাপতি পর্যন্ত হয়েছিল। কিন্তু যদি কেউ তাদের ঘৃণ্য অপরাধ ঢেকে রাখতে স্বাধীনতাপক্ষের কোন রাজনৈতিক দলের সঙ্গে অনুভুক্ত করে, তারপরও সে তার কৃত অপরাধের জন্য পার পাবে না, পার পেতে পারে না। ট্রাইব্যুনাল তার রায়ে আরও বলে, আসামি দুজনের বিরুদ্ধে প্রত্যেকটি চার্জে মৃত্যুদ- দেয়া হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- না হওয়া পর্যন্ত এ দ- কার্যকর হতে থাকবে। এটি ট্রাইব্যুনালের ৩৫তম রায়। রায় ঘোষণার সময় চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ প্রসিকিউশনের সদস্যরা, তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, এ মামলার তদন্ত কর্মকর্তা ও সাক্ষী, রাষ্ট্র নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন।
×