ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কোন সঙ্কটে বাংলাদেশের পাশে থাকব ॥ হর্ষ বর্ধন

প্রকাশিত: ০৬:০১, ১ নভেম্বর ২০১৮

যে কোন সঙ্কটে বাংলাদেশের পাশে থাকব ॥ হর্ষ বর্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শ্রীমতি ইন্দিরা গান্ধী বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ সেই সম্পর্কের এক সোনালি অধ্যায় বিরাজ করছে। তিনি বলেন, যে কোন সঙ্কটময় মুহূর্তে বাংলাদেশের পাশে ভারত ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতের সেনারা এক সঙ্গে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলÑ তা ছিল ভারতের জন্য একটি গর্বের ইতিহাস। বুধবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক কান্তুজিউ মন্দির পরিদর্শন শেষে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর পাশাপাশি মিত্র বাহিনী আত্ম ত্যাগের ইতিহাস বাঙালী জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে।
×