ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাজী জেবুন্নেছা বেগম গার্ল গাইডসের জাতীয় কমিশনার

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ অক্টোবর ২০১৮

কাজী জেবুন্নেছা বেগম গার্ল গাইডসের জাতীয় কমিশনার

অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার নির্বাচিত হয়েছেন। এর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব জাহান আরা বেগম। গত ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের ’৪১তম জাতীয় পরিষদ অধিবেশন ও নির্বাচন’- বেইলী রোড, গাইড হাউস, জাতীয় কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের কোষাধ্যক্ষ বেগম মালেকা পারভীন। অধিবেশনে এ্যাসোসিয়েশনের জতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমিশনার, বিভিন্ন সাব কমিটির সদস্য, সকল অঞ্চল থেকে আগত কাউন্সিলরবৃন্দ, গাইডার, রেঞ্জার, যুবানেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ৩৩০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। অধিবেশনের শুরুতে ৪৭ জন শ্রেষ্ঠ গাইড সদস্যকে জাতীয় পর্যায়ে শিল্ড ও এ্যাওয়ার্ড প্রদান করেন জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম। ২৭ অক্টোবর অংশগ্রহণকারী কাউন্সিলরগণ ভোটের মাধ্যমে ২০১৮ থেকে ২০২১ মেয়াদে তিন বকছরের জন্য জাতীয় কমিশনার ও কোষাধ্যক্ষসহ জাতীয় কার্যনির্বাহী কমিটির ২২ জন সদস্য নির্বাচিত করেন। যুবানেত্রী পদে ডাঃ সামিয়া তাসনিম ইরাম নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে নবনির্বাচন জাতীয় কমিশনারসহ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ অঞ্চলের কোষাধ্যক্ষ বেগম মালেকা পারভীন। -বিজ্ঞপ্তি
×