ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ চুরির মামলা ॥ জামিন আবেদন শুনানিতে কোর্ট বিব্রত

প্রকাশিত: ০৬:০৭, ৩০ অক্টোবর ২০১৮

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ চুরির মামলা ॥ জামিন আবেদন শুনানিতে কোর্ট বিব্রত

স্টাফ রিপোর্টার ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাভারের আশুলিয়ায় মাছ চুরির অভিযোগে করা মামলায় জামিন আবেদন শুনানিতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর সুবিধা দিতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রথম শ্রেণীর মর্যাদা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাভারের আশুলিয়ায় মাছ চুরির অভিযোগে করা মামলায় জামিন আবেদন শুনানিতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট। জামিন-সংক্রান্ত আবেদনের শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি মোঃ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই বিব্রত বোধ করেন। নিয়ম অনুযায়ী এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে, তিনি অন্য একটি বেঞ্চে নির্ধারণ করে দেয়ার পর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ। মইনুল হোসেনকে প্রথম শ্রেণীর সুযোগ ॥ জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর সুবিধা দিতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রথম শ্রেণীর মর্যাদা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মইনুলের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল মোঃ মোখলেসুর রহমান।
×