ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেহেরপুরে হত্যা মামলায় তিন জনের ফাঁসি

প্রকাশিত: ০৪:০১, ২৪ অক্টোবর ২০১৮

মেহেরপুরে হত্যা মামলায় তিন জনের ফাঁসি

সংবাদদাতা, মেহেরপুর, ২৩ অক্টোবর ॥ চাঞ্চল্যকর ইজিবাইক চালক এনায়েত হোসেন খোকন হত্যা মামলায় তিন জনের ফাঁসি ও দুজনের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ রায় ঘোষণা করেন মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম। ফাঁসির সাজাপ্রাপ্তরা হলো আলমগীর হোসেন, মামুন হোসেন ও ওয়াসিম আলী। বাকি দুই আসামি ফিরোজ হোসেন ও কাবলু ইসলামকে তিন বছর করে কারাদ- ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জানা যায়, ২০১৬ সালের ২৮ অক্টোবর মেহেরপুরের টেংরামারী মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এনায়েত হোসেন খোকন নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খোকন মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার জলিল খার ছেলে। ঘটনার পরের দিন নিহতের স্ত্রী রোকেয়া আক্তার রুমা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত খোকনের ইজিবাইক আসামিরা ভাড়া করে টেংরামারী মাঠের ভিতরে নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা ইজিবাইকটি ছিনতাই করে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, পক্ষাঘাত ও জন্মগতভাবে প্রতিবন্ধীসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সমাজসেবা অধিদফতর। মঙ্গলবার মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করেন। প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার একটি কল্যাণমুখী সরকার। এই সরকার সিটি কর্পোরেশন এলাকায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় বিভিন্ন ভাতা প্রদান করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম। প্যানেল মেয়র ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
×