ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘র’-এর বিরুদ্ধে কোন অভিযোগ করিনি ॥ লঙ্কান প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৩:৩৬, ১৯ অক্টোবর ২০১৮

‘র’-এর বিরুদ্ধে কোন অভিযোগ করিনি ॥ লঙ্কান প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা তাকে হত্যায় ভারতীয় গুপ্তচর সংস্থার ষড়যন্ত্র বিষয়ে গণমাধ্যমের এক প্রতিবেদন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দ্য হিন্দুর ওই প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে যে মন্তব্য প্রকাশিত হয়েছে সিরিসেনা তাও অস্বীকার করেছেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিবিসির। শ্রীলঙ্কান কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু সিরিসেনাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার সিরিসেনা নিজেই ভারতে রিসার্চ এ্যান্ড এ্যানালাইসিস উইং (র) তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেন। প্রেসিডেন্টের এ মন্তব্য সেখানে উপস্থিত লঙ্কান মন্ত্রীদেরও প্রচণ্ড ধাক্কা দেয়। টেলিফোনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিরিসেনা হিন্দুর প্রতিবেদনটিকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
×