ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাস থেকে ফেলে যাত্রী হত্যা ॥ চট্টগ্রামের সেই বাসচালককে গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৮, ১৭ অক্টোবর ২০১৮

বাস থেকে ফেলে যাত্রী হত্যা ॥ চট্টগ্রামের সেই বাসচালককে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বাস থেকে ফেলে এক যাত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দিদারুল আলম ওই বাসের চালক। মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা থেকে এ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম। পুলিশ জানায়, বাসচালক দিদারকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় বাস চাপায় নিহত হন যাত্রী রেজাউল করিম রনি। ভাড়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে রনিকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। প্রত্যক্ষদর্শী যাত্রীরাও এমন অভিযোগ এনেছেন। এ ঘটনায় রনির মামা আবদুর রহমান বাদী হয়ে বাসচালক দিদারুল আলম এবং সহকারী মানিক সরকারকে আসামি করে সিএমপির আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন। গত ১ সেপ্টেম্বর বাসের সহকারী মানিক সরকারকে গ্রেফতার করে পুলিশ। আদালতে এ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীও প্রদান করে। মঙ্গলবার চালককে ধরতে পারায় এ মামলার দুই আসামি ই গ্রেফতার হলো।
×