ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইচ্ছা থাকলে...

প্রকাশিত: ০৫:০২, ৬ অক্টোবর ২০১৮

 ইচ্ছা থাকলে...

ভারতের অসমে কিছু খুদে শিশু স্কুলে যেতে যে কঠিন প্রতিবন্ধকতা জয় করছে, তার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দেখে অবাক হয়ে সবাই বলছে, এ কেমন স্কুল যাতায়াত! ভিডিওতে দেখা গেছে, রাজ্যটির বিশ্বনাথ জেলায় শিক্ষার্থীরা স্কুলে যেতে আর কোন উপায় না পেয়ে নদীর তীব্র স্রোতের মধ্যে এ্যালুমিনিয়ামের পাত্র চেপে ভেসে ভেসে স্কুলে যাতায়াত করছে। আবার এতে প্রমাণ হয়েছে যে, ইচ্ছা থাকলে উপায় হয়। বলা যায়, এটি বিশ্বের সবচেয়ে অস্বাভাবিক স্কুল গমন! শিশুগুলো সোতিয়া নামে একটি ছোট্ট গ্রামের। নদীর তীর ধরে তারা হাঁটতে পারে না। কোন রাস্তা নেই গ্রামে। তাই স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্রোতের ‘পক্ষে-বিপক্ষে’ এভাবেই ভেসে যাওয়া আসা করছে খুদে শিক্ষার্থীরা। যা দেখে অবাক চোখে সবাই, কি করে সাহস হয় তাদের! এ বিষয়ে স্কুলের শিক্ষক জে দাস বলেন, আমি আমার বাচ্চাদের নিয়ে খুবই উদ্বিগ্ন। প্রতিদিনই তারা নদী পার হয় এ্যালুমিনিয়ামের পাত্র চেপে। নদীটি শান্ত নয়। তাই আমরা আতঙ্কে থাকি। -এনডিটিভি অবলম্বনে।
×