ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীনগরে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি

প্রকাশিত: ০২:২৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

শ্রীনগরে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ “চলো যাই যুদ্ধে, মাদকের রিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ কামারগাঁও মাঠপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে আব্দুল হক স্মৃতি সংসদের সামনে এই সমাবেশ হয়। সমাবেশকারীরা জানায়, দক্ষিণ কামারগাঁওয়ে বর্তমানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছে চিহ্নিত লোকজন। এতে করে এলাকার তরুণরা মাদকাসক্ত হয়ে পরছে। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে পরছে। জনসচেতনায় মাদকের ভয়াল ছোবলের হাত থেকে ছেলে মেয়েদের রক্ষা করার লক্ষে জনসচেতনামূলক এ সমাবেশে উপস্থিত ব্যক্তিরা প্রশাসনে নজরে আনার আহবান জানান। সমাবেশ শেষে একটি মাদক বিরোধী র‍্যালি বের হয়। র‍্যালিটি কামাগাঁও, বালাশুর চৌরাস্তা, ভাগ্যকুল বাজার প্রদক্ষিন শেষে পুনরায় কামারগাঁও মাঠ পাড়া এসে শেষ হয়। এ সময় আব্দুল হক স্মৃতি সংসদের সভাপতি মো. রফিক, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ফারুক আহমেদ, কবি ও লেখক মুজিব রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র পরিষদের মুন্সীগঞ্জ জেলা কমিটির আহবায়ক মো. শাজাহান হাওলাদার, ব্যবসায়ী দেবন্দ্র ঘোষ, রাজু আহমেদ, মো. রাতুলসহ দুই শতাধিক কিশোর, যুবক ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ অংশ নেয়।
×