ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘জন্মভূমি’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো

প্রকাশিত: ০৭:১২, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘জন্মভূমি’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সোমবার সন্ধ্যা ৬টায় প্রসূন রহমান পরিচালিত ‘জন্মভূমি’ (দ্য বার্থ ল্যান্ড)’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের (আরটিভি) ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, পরিচালক প্রসূন রহমান, সাবেক রাষ্ট্রদূত এম জমির, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ইউএস এ্যাম্বেসির পাবলিক এ্যাফেয়ার্স অফিসার নিকোলাস পেপ, ইউএস এ্যাম্বেসির ইনফরমেশন অফিসার জে জে জোরিয়া, সিআরআইয়ের ঢাকা ব্যুরোর চীফ করেসপন্ডেন্ট মিস আনন্দী, জাপান এ্যাম্বেসির পাবলিক রিলেশন এ্যান্ড কালচারাল সেকশনের প্রধান মাচিকো ইয়ামামুরা, অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা সালাউদ্দিন লাভলু, গোলাম সোহরাব দোদুল, দীপঙ্কর দীপন, চিত্রনায়ক বাপ্পি এবং আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান প্রমুখ। প্রসূন রহমান পরিচালিত ‘জন্মভূমি’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সঙ্গীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসিরউদ্দিনসহ আরও অনেকে। প্রিমিয়ার শো অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জন্মভূমি থেকে কেউ যদি বিতাড়িত হয়, এর চাইতে বেদনাদায়ক, দুঃখজনক ঘটনা আর কী হতে পারে? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এক কোটির মতো লোক ভারতে আশ্রয় নিয়েছিল। আমরা সেই বেদনা বুঝি। তাই নিজ ভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন আমরা চাই মিয়ানমার সরকার এই রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাক, তাদের নাগরিকত্ব দিক, ভূমির অধিকার দিক। মোরশেদ আলম এমপি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সঙ্কটের সমাধান হিসেবে পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার ব্যাপারে বিশ্ব জনমতকে জাগিয়ে তুলেছেন। আমাদের এই চলচ্চিত্রটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবির প্রতিধ্বনি। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং জন্মভূমি চলচ্চিত্রের প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, গণমাধ্যম হিসেবে আরটিভি এই দেশহীন মানুষগুলোর জন্য প্রতিদিন সংবাদ, প্রতিবেদন, তথ্যচিত্র প্রচার করছে। আমরা মনে করি, আন্তর্জাতিকভাবে ‘জন্মভূমি’ চলচ্চিত্রটি প্রদর্শিত হলে সংবেদনশীল বিশ্ব জনমতকে প্রভাবিত করা যাবে। পরিচালক প্রসূন রহমান বলেন, ‘জন্মভূমি’ চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকা- চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে। এদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী গর্ভবতী ছিল এবং অনেকে মায়ানমার আর্মিদ্বারা ধর্ষিত হয়। বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ের জন্য কুতুপালংয়ে শরণার্থী শিবির তৈরি করে দেন। তাদের এখন একটাই স্বপ্ন, নিজেদের জন্মভূমিতে ফিরে যাওয়া।
×