ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে মুক্তিযোদ্ধার মুখে, ৭১-এর গল্প শুনলেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৬:৫১, ২৭ সেপ্টেম্বর ২০১৮

যশোরে মুক্তিযোদ্ধার মুখে, ৭১-এর গল্প শুনলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঘরের মেঝেতে বসা জনা বিশেক আগ্রহী তরুণ শিক্ষর্থী। পাশাপাশি বসা উত্তাল একাত্তরের দুই বীর সেনা। তাদেরই একজন স্মৃতির ডানা মেলে স্বদল নিয়ে উড়াল দিলেন অতীতে। ধারাবিবরণীতে উঠে এলো বাঙালীর বীরত্বগাথা। যা মস্তিষ্কের রাডারে ধরা পড়তেই কখনও অসীম উন্মাদনা আবার কখনও সীমাহীন উদ্বেগ ফুটে ওঠে তরুণদের চোখে মুখে। একাত্তরের রক্তাক্ত সময়ে বাংলাদেশ ভূখ-ের প্রতিটি প্রান্তে নানা কায়দায়, নানা ধরনের হানাদারদের সঙ্গে যুদ্ধ হয়েছে। যে যুদ্ধের রেশ দেশের সীমানা পেরিয়ে গেছে সময়ের ব্যবধানে। যা যুদ্ধকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিয়েছে দ্রুততার সঙ্গে। তেমনি এক লড়াই ‘বিশ^ বিবেক জাগরণ পদযাত্রা’। কলকাতা-দিল্লীর সেই ঐতিহাসিক যাত্রায় অংশ নেন মুক্তিপাগল ৩৮ বাঙালী যুবক। যাদের একজন মুক্তিযোদ্ধা অহেদুজ্জামান চাকলাদার মুকুট। যশোরে সম্প্রতি প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পাঠাগার ‘এসো মুক্তিযোদ্ধা দেখি, মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শিরোনামে এই মহতি অনুষ্ঠানটির আয়োজন করে বুধবার সকালে। যেখানে সরাসরি যোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধকালীন বাস্তবতা-হানাদার আর রাজাকারদের নৃশংসতা যেমন তুলে ধরা হয়, তেমনি মুক্তিযোদ্ধাদের বীরোচিত কর্মতৎপরতাও ফুটে ওঠে। আয়োজক সংগঠনের সভাপতি নিশাত সুবাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও পাঠাগারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌল্লাহ।
×