ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে চান আবে

প্রকাশিত: ০৬:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৮

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে চান আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে তিনি আগ্রহী। টোকিও ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা কমানোর পদক্ষেপ হিসেবে তিনি একথা বলেন। তবে তিনি একই সঙ্গে একথাও বলেছেন যে, উত্তর কোরিয়ার সঙ্গে যে কোন শীর্ষ আলোচনায় পিয়ংইয়ংকে শীতল যুদ্ধকালীন সময়ে জাপানী নাগরিকদের অপহরণের বিষয়ে সমাধানে আসতে হবে। গার্ডিয়ান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে ভাষণে আবে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে তিনি সম্পর্ক ‘নতুনভাবে শুরু’ করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে কিম উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের কয়েক মাস পর জাপানের প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিলেন। তিনি বলেন, উত্তর কোরিয়া এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দেশটি এখন সঠিক বা ভুল যে কোন দিকে যেতে পারে। তিনি বলেন, ‘অপহরণ ইস্যুতে অচলাবস্থা কাটাতে অনাস্থার প্রাচীর ভেঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে চেয়ারম্যান কিম জং উনের সঙ্গে কথা বলতে আমি রাজি আছি। তার সঙ্গে একটি কথা বলার সুযোগ থাকলেও আমি সেখানে অপহরণের বিষয়টি উত্থাপন করব।’ অপহরণের বিষয়টি জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অমীমাংসিত বিতর্কিত ইস্যু। ১৯৭০ ও ৮০-এর দশকে জাপানের কিছু নাগরিক উত্তর কোরিয়ায় অপহৃত হয়েছিল। উন পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি আগ্রহ দেখানোর আবে আশা করছেন অপহরণ ইস্যু নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে এখন আলোচনা শুরু করা যেতে পারে। জাপান আনুষ্ঠানিকভাবে অপহৃত হওয়া ১৭ জন নাগরিকের নামের তালিকা তৈরি করেছে। উত্তর কোরিয়ার গোয়েন্দাদের জাপানী ভাষা ও রীতিনীতি শেখানোর নাম করে তাদের অপহরণ করা হয়।
×