ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রযুক্তি জ্ঞান ছাড়া দক্ষ প্রশাসন সম্ভব নয় ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৪:৩০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 প্রযুক্তি জ্ঞান ছাড়া দক্ষ প্রশাসন সম্ভব নয় ॥ প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, তথ্য-প্রযুক্তির যুগে প্রশিক্ষিত ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনবল ছাড়া দক্ষ প্রশাসন গঠন সম্ভব নয়। রবিবার সন্ধ্যায় সুপ্রীমকোর্ট অডিটরিয়ামে সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে মোট তিনটি ব্যাচে হাইকোর্ট বিভাগ প্রশাসনের ৬০ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে সহায়তা করে জাতিসংঘের উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। প্রধান বিচারপতি বলেন, আইটি সংক্রান্ত বিষয়ে আদালতের কর্মকর্তারা যে জ্ঞান অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে প্রশিক্ষণ দিতে এসে আইটি বিশেষজ্ঞরাও বিদ্যমান আইন সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ প্রশিক্ষণ কোর্স কাজের গুণগতমান আরও বাড়িয়ে দেবে। মামলা ব্যবস্থাপনা এবং দাফতরিক কর্মপরিকল্পনার সক্ষমতা অর্জনসহ সামগ্রিক দক্ষতা বাড়বে। বিচারপতি ইমান আলী বলেন, কর্মদক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। কোন শিক্ষাই বিফলে যায় না। একটা সময় ই-জুডিসিয়ারি বিষয় আমরা কল্পনাও করতে পারিনি।
×