ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে মাদক মামলায় দুই জনের কারাদন্ড

প্রকাশিত: ২৩:৩৫, ২৯ আগস্ট ২০১৮

পটুয়াখালীতে মাদক মামলায় দুই জনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত মাদক মামলায় ইমাম হোসেন (৩০) ও বাছের শরীফ (২৮) নামের দুই জনকে পৃথক মেয়াদে সাজা প্রদান করেছে। এর মধ্যে ইমামকে ৫ বছর ও বাছেরকে ৩ বছর সশ্রম কারা দন্ডের আদেশ দেন পটুয়াখালী বিশেষ দায়রা জজ মোঃ শহিদুল্লাহ। আজ বুধবার এ রায় দেয়া হয়। জানাযায়, দশমিনা থানার তৎকালিন এস আই শাহিনুর ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর অভিযান চালিয়ে দশমিনার রনগোপালদী রাস্তার উপর ইমামের থেকে কাছ ৫১ ও বাছেদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই জেহাদুল কবির ২০১৫ সালের ২৯ অক্টোবর ইমাম ও বাছেদের বিরুদ্ধে আদালতে চার্জসিট দেয়। আদালত দীর্ঘ শুনানী শেষে ইমামকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জড়িমান, অনাদায়ে আরো পাচ মাস কারাদন্ডের আদেশ দেন। অপর আসামী বাছেরকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। রাষ্ট্র পক্ষে মামলা পরিচানা করেন এ্যাড.আরিফুল হকে টিটো ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. হুমায়ুন কবির ও এ্যাড. পবিত্র সরকার।
×