ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আধুনিকায়নে পাঁচ দফা দাবি

প্রকাশিত: ০৪:০৬, ২৬ আগস্ট ২০১৮

 আধুনিকায়নে পাঁচ দফা দাবি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের আধুনিকায়নে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে ঢাকায় পঞ্চগড়বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । শনিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক তানবিরুল বারী নয়ন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব। ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ, আন্তঃনগর ট্রেন চালু ও বিদ্যুত সমস্যা সমাধানসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় ।
×