ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিসরে ইন্টারনেট নিয়ন্ত্রণে কঠোর আইন

প্রকাশিত: ০৫:৫৯, ২১ আগস্ট ২০১৮

 মিসরে ইন্টারনেট নিয়ন্ত্রণে কঠোর আইন

ইন্টারনেট নিয়ন্ত্রণে আরও কঠোর আইন করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। নতুন ‘সাইবার অপরাধ’ আইনে দেশটির জাতীয় নিরাপত্তা বা অর্থনীতির জন্য হুমকি এমন ওয়েবসাইটগুলো ব্লক করা হবে। এ ধরনের সাইটগুলো চালানো বা ব্রাউজ করায় কাউকে দোষী পাওয়া গেলে তাকে জেল বা জরিমানা করা হবে। কর্তৃপক্ষ জানায়, অস্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদ ঠেকাতে নতুন এই পদক্ষেপগুলো নেয়া জরুরী ছিল। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, সরকার দেশটিতে বিরোধীদলীয় রাজনীতি পুরোপুরি শেষ করতে চাচ্ছে। কায়রোভিত্তিক এসোসিয়েশন অফ ফ্রিডম অফ থট এ্যান্ড এক্সপ্রেশন জানিয়েছে, নতুন আইন চালুর পর ইতোমধ্যেই ৫০০ এর বেশি ওয়েবসাইট ব্লক করা হয়েছে দেশটিতে। আগের মাসে আরেকটি প্রস্তাবনা আনা হয়েছে দেশটির সংসদে। ওই প্রস্তাবনায় বলা হয়, যেকোন সামাজিক মাধ্যম এ্যাকাউন্টে পাঁচ হাজারের বেশি অনুসারি থাকলে তা নজরদারিতে আনা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×