ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু নির্যাতিত মানুষের মুক্তির দূত ॥ চবি ভিসি

প্রকাশিত: ০৬:৪১, ১৫ আগস্ট ২০১৮

 বঙ্গবন্ধু নির্যাতিত মানুষের মুক্তির  দূত ॥ চবি ভিসি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত। তিনি মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অনুপ্রেরণা। বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা ও স্বদেশপ্রেমের অনবদ্য সৃষ্টির মাধ্যমে এই দেশ প্রতিষ্ঠা করেছেন। তিনি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মানবিক এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে বিশ্ব মানচিত্রে স্থাপন করেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুতনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন সঠিকভাবে হৃদয়ে ধারণ করে সকল প্রকার অশুভ শক্তিকে পদদলিত করে বাংলাদেশকে করেছেন বিশ্ব উন্নয়নের রোল মডেল। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু পরিষদ, চবি সভাপতি প্রফেসর ড. রাশেদ-উন-নবী সভাপতিত্ব করেন।
×