ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চাঁদা আদায়কালে ভুয়া দুদক কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৬:৪০, ১৫ আগস্ট ২০১৮

 চট্টগ্রামে চাঁদা আদায়কালে ভুয়া দুদক কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম সাবরেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে একটি বেসরকারী ব্যাংকের এক সাবেক কর্মকর্তা। রেজাউল ইসলাম চৌধুরী নামে এ প্রতারকের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে দুদকের হাতে তুলে দেয়া হয়। সিএমপির কোতোয়ালি থানার ওসি মোঃ মহসিন জানান, রেজাউল ইসলাম চৌধুরী সাউথ ইস্ট ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ছিলেন বলে জানিয়েছেন। দুদকের কর্মকর্তা সেজে সাবরেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি করতে গেলে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করে। এরপর তাকে তুলে দেয়া হয় দুদক কর্মকর্তাদের হাতে। দুদকের পক্ষ থেকে এ প্রতারককে থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা জানান, এ ব্যক্তি বিভিন্ন সময়ে পুলিশ, দুদক কর্মকর্তা বা সাংবাদিক পরিচয়ে রেজিস্ট্রি অফিসের নানা অনিয়মের কথা তুলে ধরে চাঁদা দাবি করে থাকে। ভয় দেখিয়ে চাঁদা আদায়ও করে। মঙ্গলবারও সে একই কৌশলে ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করে। কিন্তু তার আচরণ সন্দেহজনক মনে হলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে দুদকের আইডি কার্ড দেখাতে বলেন।
×