ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সড়কে জেব্রা ক্রসিংয়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

প্রকাশিত: ০৭:০৫, ৯ আগস্ট ২০১৮

চট্টগ্রামে সড়কে জেব্রা ক্রসিংয়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে জেব্রা ক্রসিং মার্কিংয়ের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বুধবার সকালে জামালখানে ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে আনুষ্ঠানিকভাবে এ কাজ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নগরীর সকল স্কুল কলেজের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে জেব্রা ক্রসিং তৈরির কাজ শেষ করে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বুধবার সকালে মেয়র এই কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ৩ দিনের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়কে এই মার্কিং কাজ সম্পন্ন হবে বলে জানান। এই সময় তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের এপিএস রায়হান ইউসুফ প্রমুখ। ট্রেনে কাটা পড়ে চবি শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছে এক ছাত্র। বুধবার সকাল আটটার দিকে নগরীর ষোলশহর স্টেশনে এ ঘটনা ঘটে। পা হারানো ওই ছাত্রের নাম রবিউল আলম। সে সমাজতত্ত্ব বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও রবিউলের এক বন্ধু জানান, রবিউল অন্যমনস্ক হয়ে ট্রেন লাইন ধরে হাঁটছিল। এ সময় স্টেশনে প্রবেশ করে ট্রেন। আমি তাকে ডাকলেও সে শোনেনি। পরে তার দিকে আমার হাতে থাকা ডায়েরিটা ছুড়ে মারি। শেষমুহূর্তে প্লাটফর্মে উঠতে গিয়ে সে পা হারায়। এ সময় মারুফা ইসলাম নামের আরও এক শিক্ষার্থী আহত হয়। তাদের দুজনকেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×