ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কয়লা কেলেঙ্কারি

বড়পুকুরিয়ার এমডি সাসপেন্ড

প্রকাশিত: ০৬:০০, ২৭ জুলাই ২০১৮

 বড়পুকুরিয়ার এমডি সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিদ্যুত জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে খনির বর্তমান সাবেক সকল ব্যবস্থাপনা পরিচালক এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। তদন্ত প্রতিবেদন দেয়ার এক দিনের মাথায় হাবিব উদ্দিনকে বরখাস্ত করা হলো। এর আগে গত ১৯ জুলাই হাবিব উদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়। খনি কর্তৃপক্ষের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হাবিব উদ্দিন ছাড়াও সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান, এসএম নূরুল আওরঙ্গজেব এবং আমিনুজ্জামানের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এর মধ্যে মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন আওরঙ্গজেব, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান। আমিনুজ্জামানের বিরুদ্ধে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগ রয়েছে।
×