
অনলাইন ডেস্ক ॥ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা জুরেজ আবদুল্লাহ গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার রাতে তাকে নগরীর হাওয়াপাড়া এলাকার নিজের বাসা থেকে গ্রেফতার করা হয়।
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে নগরীর হাওয়াপাড়ার বাসা থেকে কোতোয়ালী থানার পুলিশ জুরেজ আবদুল্লাহ গুলজারকে গ্রেফতার করে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পুলিশের ওপর হামলার ঘটনায় করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালী থানার ডিউটি অফিসার আনোয়ারা হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে বিএনপি’র দলীয় একটি মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৩ জুন বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জেলা ও মহানগর ছাত্রদল। এ সময় অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ২৬ জুন অজ্ঞাতনামা দেড় শতাধিক ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।