ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজার পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

প্রকাশিত: ০৬:২০, ২২ জুলাই ২০১৮

কক্সবাজার পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ পৌরসভা নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। তাই নির্বাচন উপলক্ষে পর্যটন শহরজুড়ে প্রার্থীদের নির্বাচনী প্রচার জমজমাট। কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। পৌর এলাকা তুঙ্গে ভোটের হাওয়া। পর্যটন নগরী কক্সবাজার এখন পোস্টার ব্যানারের শহর। যদিও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। প্রচার এখন পর্যন্ত তেমন অপ্রীতিকর কিছু না ঘটলেও মেয়র প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলেছেন নানা অভিযোগ। তবে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তত নির্বাচন কমিশন ও প্রশাসন। কক্সবাজার পৌরসভার ১২টি নির্বাচনী ওয়ার্ডে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৯টি। মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও মহিলা ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। ১২ ওয়ার্ডে কেন্দ্র রয়েছে ৩৯টি। যার মধ্যে ৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে হবে ভোটগ্রহণ। ওইসব কেন্দ্রে মোট ভোট কক্ষ থাকবে ২২৪টি। অস্থায়ী কক্ষ থাকবে ১১টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬ জন প্রার্থী। মেয়র পদে লড়ছেন ৫ জন, ৪টি নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং ১২ ওয়ার্ডে ৬৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মুজিবুর রহমান (নৌকা), বিএনপির রফিকুল ইসলাম (ধানের শীষ), নাগরিক কমিটি জামায়াত নেতা সরওয়ার কামাল (নারিকেল গাছ), জাপার রুহুল আমিন সিকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশর জাহেদুর রহমান (হাতপাখা) নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মুজিবুর রহমান ( নৌকা) ও বিএনপির রফিকুল ইসলাম (ধানের শীষ) রয়েছেন প্রচারের শীর্ষে। জামায়াত সমর্থিত বর্তমান মেয়র (বরখাস্ত) সরওয়ার কামালও পিছিয়ে নেই। দলীয় নেতাকর্মী নিয়ে প্রচারে লিপ্ত রয়েছেন তিনি। তবে শেষ মুহূর্তে জামায়াত নেতা বিএনপির পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসতে পারেন এমন গুজব শোনা যাচ্ছে। সাধারণ ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রার্থীরা যতই প্রতিশ্রুতির কথা বলুক না কেন যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা বলছেন ভোটাররা। শহরের ১২টি ওয়ার্ডে ৬৪ জন সাধারণ কাউন্সিলর ও ১৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী বিরামহীন প্রচারে রয়েছেন। পর্যটন শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
×