ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাথা মালিশ না করায় ছাত্রকে প্রহার ॥ দুই শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০৬:২৮, ১৯ জুলাই ২০১৮

মাথা মালিশ না করায় ছাত্রকে প্রহার ॥ দুই শিক্ষক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৮ জুলাই ॥ বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের শেখেরখীল গুইল্যাখালী এলাকায় এনামুল হক (৮) নামের এক মাদ্রাসাছাত্রকে শিক্ষকের বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুইল্যাখালী কাদেরীয়া তাজবীদুল কোরআন দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মজিবের বিরুদ্ধে ওই ছাত্রের পিতা মোজাম্মেল হক বাদী হয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে রাতে অভিযুক্ত শিক্ষক মাওলানা মুজিব ও মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসাইনকে ছেলেটির চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এছাড়াও অভিযুক্ত শিক্ষক ও পরিচালককে ওই মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়। জানা যায়, আহত এনামুল হক ওই মাদ্রাসায় হেফজ শাখায় পড়াশোনা করে আসছে। গত ১ বছর আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। এরই মধ্যে গত সোমবার সকালে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুজিব তার মাথা মালিশ করতে বললে ছাত্র এনামুল হক অপারগতায় প্রকাশ করায় ওই শিক্ষক তাকে বেদম প্রহার করে। এতে করে ছাত্রটির সারা শরীরে আঘাতের স্থানে রক্ত জমাট বেঁধে যায়। পাষ- ওই শিক্ষক ছেলেটিকে লোহার শিকল দিয়ে সারা শরীরে, পিঠে, কোমরে, মাথায় আঘাত করে। এছাড়াও ছেলেটি যন্ত্রণায় ছটফট করলে তাকে পায়ে শিকল পরিয়ে অন্ধকার একটা রুমে ২২ ঘণ্টা অনাহারে আটকে রাখে ওই শিক্ষক। একপর্যায়ে ছেলেটি ক্ষুধা সহ্য করতে না পেরে বাথরুমে যাবার কথা বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ছেলের পিঠে জখমের অবস্থা দেখে ছেলের পিতা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করতে গেলে ওই শিক্ষকসহ অপরাপর শিক্ষকরা ও শিক্ষকদের হুকুমে অন্য ছাত্ররা তাদের লাঠি ও দা-ছুরি নিয়ে তাড়া করে।
×